প্রকাশিত: Wed, Jun 12, 2024 10:02 AM
আপডেট: Sun, Jan 25, 2026 10:11 PM

[১]বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: [২]  মঙ্গলবার  দুপুর সোয়া ১২ টার দিকে মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকার চট্টগ্রামমুখী লেনে টোটাল ফ্যাশন লিমিটেডের পোশাক শ্রমিকরা এই আন্দোলন করেন। পরে পুলিশ তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন।

[৪] শ্রমিকদের আন্দোলনের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মালিবাগ এলাকা থেকে সোনারগাঁয়ের চৈত্রী গার্মেন্ট এলাকা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। 

[৫] আন্দোলনরত শ্রমিকরা জানান, গত এক মাস ধরে তাদের বেতন আটকে আছে। তারা এই মাসের শুরুতেই দিবে বলে জানালেও এখনো তা দেয় নি। বেতন না পাওয়ার কারণে আমাদের ঈদ পালন করা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। তাই আগামী দুই একদিনের মধ্যে আমাদের বকেয়া বেতন পরিশোধ করার দাবি জানাচ্ছি। সম্পাদনা: সমর চক্রবর্তী